র্যাব এলো দেশে
লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ১৪ মে, ২০১৪, ১২:২৬:৩৪ দুপুর
খোকা ঘুমালো,
পাড়া জুড়ালো
র্যাব এলো দেশে।
গুম করলো,
খুন করলো
নদী পুরলো লাশে।
লাশ ভাসলো
ফাঁস হলো
র্যা বের চাঁদাবাজি ।
ছয় কোটিতে
সাত খুনেতে
হলো তারা রাজি।
দিন গড়ালো
সময় গেলো
পড়লো না কেউ ধরা।
জামাই বাবু
দোষী বলে
মুক আইনি পাড়া।
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন